ফ্রেন্ডস ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম



What Is URL, IP Address?



যারা ইন্টারনেট ব্যবহার করি তারা url শব্দটির সাথে অধিক পরিচিত। url বলতে সাধারণত web browser এর এড্রেস বারে লেখা text কে বুঝায়। প্রতিটি ওয়েবসাইটের একটি URL থাকে৷আমরা অনেকেই এই url কি ও কিভাবে কাজ করে তা জানিনা বা জানার প্রয়োজন মনে করিনা। আমাদের আজকের আলোচনার বিষয় হল URL, IP Address, DNS।
URL শব্দটির পূর্ণরূপঃ Uniform Resource Locator .
সোজা কথায় URL একটি পোশাক যা কোন একটি নির্দিষ্ট ঠিকানা বহন করে। URL ওয়েব পেজকে বিভিন্ন network resource এর সাথে পরিচিত করায়
network resource হচ্ছে এক প্রকার ফাইল, সাধারণ text, গ্রাফিক্যল উপস্থাপনা এবং প্রোগ্রামের সমন্বয়
URL মূলত তিনটি জিনিষ নিয়ে কাজ করে বা প্রতিনিধিত্ব করে 
1. network protocol 
2. host name or address 
3. file or resource location
 এই তিন টি অংশ নিয়ে একটি পূর্ণ URL গঠিত, নিম্নে দেখুন:
 protocol/ host / location
URL Protocol নির্ণয় করে দেয় তথ্য সংগ্রহ করার জন্য কোন প্রকার network protocol ব্যবহার করা হচ্ছে। একটি URL এর protocol কে তিনটি অক্ষরে পূর্বে “://” পাওয়া যাবে
http://,            ftp://,              mailto://,         https:// হল বিভিন্ন ধরনের URL Protocol.

URL Host
Host হচ্ছে কোন computer বা অন্য কোন network device নির্ণয় কারীHost এর তথ্য DNS (Domain Name System) থেকেDNS তথ্য translates করে domain এবং host names এর IP addresses থেকেসে স্বয়ংক্রিয় ভাবে IP addresses থেকে Web browser text পরিবর্তন করে দেখায়  যেমন  www.fndorg.blogspot.com এই web page এর Host
URL Location 
Location হচ্ছে একটি পথ বা মাধ্যম যার মাধ্যমে কোন host এর নিদিষ্ট স্থান নির্ণয় করেউপাত্ত সাধারণত host এর directory বা File folder থাকে  যেমন  http://www.fdnorg.blogspot.com এখানে http://fdnorg.blogspot.com/2014/11/what-is-html.html (Host) এর একটি নির্দিষ্ট page
এখানে একটি প্রশ্ন আসতে পারে http://www.fdnorg.blogspot.com এর আমরা প্রবেশ করলে address bar এ শুধু “http://www.fdnorg.blogspot.com” text দেখায় তাহলে Location কোথায় ? আসলে http://www.fdnorg.blogspot.com এ প্রবেশ করলে সে স্বয়ংক্রিয় ভাবে যাকে মূল page হিসেবে বলা আছে সেখানে নিয়ে যায় তাই এখানে “/index.htm” লিখার প্রয়োজন হয়
প্রতিটি URL এর একটি IP ঠিকানা থাকে৷
IP ঠিকানা হল একটি নম্বরের ক্রম। IP ঠিকানা একটি ফোন নম্বরের মতপ্রকৃতপক্ষে একটি লম্বা, জটিল ফোন নম্বর৷ IP ঠিকানা জটিল ও মনে রাখায় কষ্টসাধ্য হওয়ায়, URL তৈরি করা হয়েছে৷ যেমন Google এর ওয়েবসাইটে যেতে IP ঠিকানা (45.732.34.353) টাইপ করার পরিবর্তে, আপনাকে শুধুমাত্র URLটি টাইপ করতে হবে, www.google.com