ফ্রেন্ডস ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম



How to Create Email Account, Forwarding



কিভাবে একটি ইমেইল একাউন্ট খোলা যায়ঃ
আজ আমরা শিখব কিভাবে একটি ইমেল একাউন্ট খোলা যায়। সে জন্য আমাদের ইন্টারনেট কানেকশন সচল রেখে ব্রাউজারের এড্রেসবারে gmail.com লিখব। এতে আমাদের সামনে একটি নতুন উইন্ড আসবে। যেখানে ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হবে। যেহেতু আমাদের কোন ইমেইল একাউন্ট নেই, সেজন্য আমরা Create an Account ক্লিক করব। এখানে একটি ফরম দেয়া হবে আমাদের বিস্তারিত তথ্য দেয়ার জন্য। সেখানে আমরা সবকিছু ঠিকঠাক পূরণ করে next

Email কি?

Email- ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়১৯৭২ সালে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়ই-মেইল পেতে প্রথম দিকের ই-মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হতএখনকার ই-মেইলগুলোতে এই সমস্যা নেইই-মেইল সার্ভারগুলো মেইল গ্রহণ করে এবং সংরক্ষন করে পরে পাঠায়ব্যবহারকারী বা প্রাপককে অথবা কম্পিউটারকে অনলাইনে থাকার প্রয়োজন হয় না শুধু মাত্র কোন ই-মেইল সার্ভারে থাকলেই সচল ই-মেইল ঠিকানা থাকলেই হয়পত্তিগতভাবে বার্তায় লেখা (৭ বিটের আসকি এবং অন্যান্যগুলো) হল যোগাযোগের মাধ্যম কিন্তু ই-মেইল এখন মাল্টিমিডিয়াও পাঠাতে পারে এবং এটাচমেন্ট(সংযুক্তি) সংযুক্ত করতে পারেএটি আরএফসি ২০৪৫ থেকে ২০৪৯এ পাঠানোর একটি প্রক্রিয়াএই আরএফসি কে এমআইএমই বলে যার অর্থ হল মাল্টিপারপাস ইন্টারনেট মেইল ইক্সটেনশনঅর্পানেটে নেটওয়ার্ক ভিত্তিক ই-মেইলগুলো প্রথমে বিনিময় হত FTP (ফাইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে, কিন্তু এখন SMTP (সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে বিনিময় করা হয় যা প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে বার্তা পাঠানোর প্রক্রিয়ায় এসএমটিপি তার খাম বা এনভেলপ এ ভিন্ন (বার্তা এবং হেডার থেকে)ডেলিভারি তথ্য জমা করে রাখেঅনেক প্রতিষ্ঠানই বর্তমানে ওয়েবভিত্তিক ই-মেইল সেবা প্রদান করে থাকেযেমন, মাইক্রোসফটের হটমেইল, ইয়াহু! ইয়াহু! মেইল, গুগলের জিমেইল প্রভৃতি