SEO শব্দটিকে ভাঙ্গলে পাওয়া যায় S=Search, E=Engine, O=Optimization, অর্থাৎ Search Engine Optimization. মানুষ
প্রয়োজনের তাগিদে তাদের সকল তথ্য খোজার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। যেমন
গুগল, ইয়াহু, বিং ইত্যাদি। যে শব্দ বা বাক্যটি লিখে সার্চ করা হয় তখন ওই রিলেটেড
অনেকগুলো রেজাল্ট একসাথে পাওয়া যায়। যে
কোন তথ্য খুজে পেতে বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ গুগল ব্যবহার করে। এর কারণ
স্বরুপ দেখা যায় গুগলের জনপ্রিয়তা ও এর সুবিধার জন্য। কোন শব্দ বা বাক্য লিখে
সার্চ করলে অনেক ওয়েব সাইট সামনে আসে।
একটি সাইট বানালেই তা সবার
সামনে আসবে? এর উত্তর না।