Email- ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল
বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়।১৯৭২ সালে তদানিন্তন
আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়।ই-মেইল পেতে প্রথম দিকের ই-মেইল ব্যবস্থায়
প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত।এখনকার ই-মেইলগুলোতে এই সমস্যা নেই।ই-মেইল
সার্ভারগুলো মেইল গ্রহণ করে এবং সংরক্ষন করে পরে পাঠায়।ব্যবহারকারী বা প্রাপককে অথবা কম্পিউটারকে
অনলাইনে থাকার প্রয়োজন হয় না শুধু মাত্র কোন ই-মেইল সার্ভারে থাকলেই সচল ই-মেইল
ঠিকানা থাকলেই হয়।উৎপত্তিগতভাবে বার্তায় লেখা (৭ বিটের আসকি এবং
অন্যান্যগুলো) হল যোগাযোগের মাধ্যম কিন্তু ই-মেইল এখন মাল্টিমিডিয়াও পাঠাতে পারে
এবং এটাচমেন্ট(সংযুক্তি) সংযুক্ত করতে পারে।এটি আরএফসি ২০৪৫ থেকে ২০৪৯এ পাঠানোর একটি
প্রক্রিয়া।এই
আরএফসি কে এমআইএমই বলে যার অর্থ হল মাল্টিপারপাস ইন্টারনেট মেইল ইক্সটেনশন।অর্পানেটে
নেটওয়ার্ক ভিত্তিক ই-মেইলগুলো প্রথমে বিনিময় হত FTP (ফাইল ট্রান্সফার
প্রোটোকল) দিয়ে, কিন্তু এখন SMTP (সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে
বিনিময় করা হয় যা প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে বার্তা পাঠানোর প্রক্রিয়ায় এসএমটিপি তার খাম বা
এনভেলপ এ ভিন্ন (বার্তা এবং হেডার থেকে)ডেলিভারি তথ্য জমা করে রাখে।অনেক
প্রতিষ্ঠানই বর্তমানে ওয়েবভিত্তিক ই-মেইল সেবা প্রদান করে থাকে।যেমন,
মাইক্রোসফটের
হটমেইল,
ইয়াহু!র ইয়াহু! মেইল, গুগলের
জিমেইল
প্রভৃতি।