কিভাবে একটি ইমেইল একাউন্ট
খোলা যায়ঃ
আজ আমরা শিখব কিভাবে একটি
ইমেল একাউন্ট খোলা যায়। সে জন্য আমাদের ইন্টারনেট কানেকশন সচল রেখে ব্রাউজারের
এড্রেসবারে gmail.com লিখব। এতে আমাদের সামনে একটি নতুন উইন্ড আসবে। যেখানে ইমেইল
এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হবে। যেহেতু আমাদের কোন ইমেইল একাউন্ট নেই,
সেজন্য আমরা Create an Account ক্লিক করব। এখানে একটি ফরম দেয়া হবে আমাদের বিস্তারিত তথ্য
দেয়ার জন্য। সেখানে আমরা সবকিছু ঠিকঠাক পূরণ করে next
বাটনে ক্লিক করব। যদি ফোন
ভেরিফিকেশন চায় তাহলে দেশের ঘরে ক্লিক করে বাংলাদেশ ও নিজের ব্যবহৃত মোবাইল
নম্বরটি দিলে একটি ফেরত Verification Code দিবে। যেখানে লেখা থাকবে Verification Code । কোডটি
নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে Next ক্লিক করব। তাহলে আমাদের একটি একাউন্ট
খোলার কাজ শেষ হবে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
ইমেইল সেটিংস:
এখন আমরা দেখব কি করে একটি
ইমেইল এর সকল ইনবক্স অন্য একটি Inbox এ নেয়া যায়। এ জন্য সেটিংস এ ক্লিক
করতে হবে। তারপার Forwarding এ ক্লিক। তারপর সেখানে একটি বক্স আসবে সেখানে
যে ইমেইলটিতে Message নিব তা লিখতে হবে এবং প্রসেসগুলো অনুসরণ করতে হবে।
ফরওয়ার্ডিং এ যে ইমেইল এড্রেসটি দেওয়া হয়েছিল তাতে একটি নোটিফিকেশন চলে যাবে।
অর্থাৎ পারমিশন
চাওয়া হবে যে আপনি কি আপনার ইমেইলের সকল তথ্য অন্য ইমেইলে প্রেরণ করতে চান।
নোটিফিকেশন ইমেইলে একটি ভেরিফিকেশন নম্বর দেওয়া থাকবে। নম্বরটি যে ইমেইলটি
ফরওয়ার্ড করতে চান সেখানে ভেরিফিকেশন ঘরে বসাতে হবে। ভেরিফিকেশন শেষ হয়ে গেলে
আপনাকে একটি ম্যাসেজ দিবে। তারপর সেভ এন্ড চেঞ্জ বাটনে ক্লিক করে চলে আসব। তাহলেই
ফরওয়ার্ডিং শেষ। ধন্যবাদ। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
Create an outlook account click here
Create an outlook account click here