যে কোন কাজ করার আগে তার কি কি জিনিস প্রয়োজন সেটা জানা আবশ্যক। আমাদের আজকের আলোচনার বিষয় Small Office Networking (স্মল অফিস নেটওয়ার্কিং)। নেটওয়ার্কিং কি তা জানতে পূর্বের পোস্ট টি দেখে নিন। তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। স্মল অফিস নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করব।
আসুন জেনে নেই স্মল অফিস নেটওয়ার্কিং করতে কি কি প্রয়োজন।
- কিছু কম্পিউটার
- সুইচ/হাব
- ডাটা ক্যাবল
- কানেক্টর
- নেটওয়ার্কিং টুলবক্স
এখন আমরা নেটওয়ার্কিং সম্পর্কে বিস্তারিত জানবঃ
আমরা প্রথমে নির্বাচন করে নিব যে আমরা কতটা পিসির সাথে আমাদের নেটওয়ার্কি করব। সেই হিসেবে আমাদের নেটওয়ার্কিং ক্যাবল (ডাটা ক্যাবল) কে সাজাতে হবে। উল্লেখ্য যে, ক্যাবলিং ২ ভাবে করা যায় একটা ক্রস ওভার কানেকশন অন্যটি স্টেট থ্র। একাধিক কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আমাদের ক্যাবলিং স্ট্রেট থ্র আকারে সাজাতে হবে। বর্তমানে বাজারে রেডি নেটওয়ার্কিং ক্যাবল পাওয়া যায়।
কাজের ধারাঃ
নেটওয়ার্কিং ক্যাবল রেডি করার পর আমরা কম্পিউটার এর সেটআপ গুলো করব। যা ধারাবাহিক ভাবে নিচে উল্লেখ করা হলঃ
(ছবি গুলো বড় করে দেখতে ছবির গায়ে ক্লিক করুন)
প্রথমে My Computer>Properties>Work group Name এ যেতে হবে। উল্লেখ থাকে যে, Work group Name একই হতে হবে। অন্যথায় ডাটা ট্রান্সফার করা সম্ভব হবে না। এখানে কম্পিউটার এর নাম বিভিন্ন হতে পারে।
এখন Control Panel হতে Network and Sharing Center এ যেতে হবে। এবং Change Adapter setting a click করতে হবে।
তারপর Local Area Network a Right Click করে Properties এ যেতে হবে। ওখান থেকে IPV4 ভার্সন এ ক্লিক করে Properties এ ক্লিক করতে হবে।
তারপর Use Following IP তে ক্লিক করে C class এর একটি আইপি লিখব। সাবনেট মাস্ক অটোমেটিক আসবে। ডিফল্ট গেটওয়ে দেয়া লাগবে না।
এখন Network and Sharing Center>Advanced sharing settings এ ক্লিক করলে এমন একটি ম্যাসেজ আসবে।
তারপর control Panel থেকে windows firewall setting এ গিয়ে Turn off Firewall এ ক্লিক করে সবগুলো অপশন Off করে দিব।
এখন সেভ দিয়ে বের হব।
আমাদের কাজ করা শেষ। একই ভাবে যতগুলো পিসিতে নেটওয়ার্কিং করব তার সেটআপ করতে হবে।
এখন আমাদের Computer এর নেটওয়ার্ক থেকে আমরা আমাদের নেটওয়ার্ক ভূক্ত পিসিগুলোর সাথে তথ্য আদান প্রদান করতে পারব।