ফ্রেন্ডস ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম



ক্যারিয়ার হিসেবে SEO

SEO কে ক্যারিয়ার হিসেবে নেয়া যায় কি?

বাংলাদেশের যারা আউটসোর্সিংয়ের কাজ করে ইনকাম করেন তাদের বেশির ভাগই SEO এর মাধ্যমে আয় করে থাকেনকারন SEO এর কাজ করতে কোন প্রোগ্রামিং ভাষা জানার তেমন প্রয়োজন পরে নাশুধুমাত্র ইন্টারনেটে সার্চ, কমেন্ট, লিংক দেয়া, বিভিন্ন সোশ্যাল মার্কেটিং সাইটে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়তবে ইংরেজীতে পারদর্শীতা সকল ক্ষেত্রে সহায়ক হবেকেননা অনেক সময় Article Writing বা Press Realise লিখতে হয় কমেন্টগুলোও ইংরেজীতে লেখতে হয়। তবে সবচেয়ে গুরুত্বূর্ণ যে কাজটি করতে হয় তা হল Keyword Resarch

SEO এর কাজ কোথায় কোথায় পাওয়া যায়ঃ
১) বিভিন্ন মার্কেটপ্লেস (Odesk, Freelancer, Guru, GetAcoder) ইত্যাদিতে এসইওর কাজ বেশি
২) নিজের ওয়েব সাইট বা ব্লগ সাইটে এসইও করেও আয় করা সম্ভব ক্ষেত্রে অবশ্যই সাইটের ভাষা ইংরেজীতে থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ভিজিটর থাকতে হবেতাহলে Google Adsense এর মত সাইটগুলো থেকে আয় করা সম্ভব
৩) অ্যাফিলিয়েশন্সের আয়ের জন্য প্রধান শর্ত হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রচুর পরিমানে টার্গেটেড ভিজিটরআর ভিজিটর আনতে হলে এসইও করতেই হবেএ কাজের মাধ্যমে মাসে আয় করা যায় সাধারণত ৩০০ -২০০০ ডলারতবে নিজের ওয়েব সাইট বাধ্যতা মূলকএসইও সম্পর্কে জানতে পূর্বের পোষ্টটি পড়তে পারেন.......
৪) এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইট গুগলের প্রথমে আনতে পারলে এবং ভিজিটর প্রচুর পরিমানে ওয়েবসাইটে আসলে বিভিন্ন লোকাল কোম্পানীর বিজ্ঞাপন আপনার ওয়েসাইটে ব্যবহার করে মাসে ৩০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা আয় করতে পারবেন
৫) এসইও শিখার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এসইও কোর্স একটি কিন্তু আয় করার সেক্টর অনেকগুলোযেমনঃ Forum Posting, Blog Commenting, Social Media Marketing, কিংবা পুরো এসইও করে আয় করা যায়
৬) প্রতিদিন মাত্র ২-৩ ঘন্টা সময় দিয়ে এসইও করা যায়সেজন্য অন্য চাকুরী পাশাপাশি এটি শিখে আয় করা সম্ভব
সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।