কভার লেটার আউটসোর্সিং এর একটি গুরুত্বপূর্ণ কাজ। এর উপর নির্ভর নির্ভর করে কাজ পাওয়ার সম্ভাবনা। তাই প্রতিটি কভার লেটার হতে হয় ইউনিক। শুধু লেখলেই হবে তা নয়। এর জন্য কিছু কৌশলো জানতে হবে। অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটে যে
বিষয়টি ম্যাসেজ নামে পরিচিত এখানে তাকে কভার লেটার বলা হয়। ওডেস্কে জবে অ্যাপ্লাই করার সময় Employer
বা বায়ারের
নিকট যে ম্যাসেজ পাঠানো হয় তাকে কভার লেটার বলা হয়।