ওডেস্ক কি?
ওডেস্ক হলো অনলাইনে আয় করার একটি প্লাটফর্ম বা
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি এখানে বিভিন্ন কাজের জন্য এপ্লাই করে কাজ
করতে পারেন।
কাজের বিভাগ:
এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে
পারবেন। যেমন: ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ,
ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং,
এনিমেশন ইত্যাদি। গ্রাফিক্স
ডিজাইন ও ওয়েব ডেভেলপমমেন্ট’র কাজ বেশি থাকে। তবে ওয়েব ডেভলপ বিশেষ করে
ওয়ার্ডপ্রেস এর কাজ বেশি পাওয়া যায়।
পেমেন্ট অপশন:
ওডেস্ক থেকে আপনি পেপাল, ক্রেডিট কার্ড, ব্যাংক
ওয়ার, মানিবুকার্স এর মাধ্যমে টাকা উঠাতে
পারবেন। তবে এর মধ্যে আমাদের বাংলাদেশের জন্য মানিবুকার্সটাই জনপ্রিয় এবং সহজ। মানিবুকার্স এর
.... নাম স্ক্রিল।
ধারাবাহিক ওডেস্ক এর যে টিউটো্রিয়াল গুলো লেখা হবে:
ধারাবাহিক ওডেস্ক এর যে টিউটো্রিয়াল গুলো লেখা হবে:
- ওডেস্ক এর মূল মেনু
- এ্যাকাউন্ট সম্পাদন এবং লগ আউট
- ম্যাসেস ইনবক্স, নোটিফিকেশন, সেন্ট আইটেম
- ওডেস্ক ব্যবহারকারীর তথ্য
- ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
- ওডেস্ক এ জব, কন্টাকটর, টেষ্ট বা এক্সাম
- ওডেস্ক লাইভ সাপোর্ট অপশন, বিভিন্ন বিষয়ে সাহায্য
- নোটিফিকেশন প্যানেল। জব আসলো না গেলো, নতুন অফার
- কয়টা ইন্টারভিউ একটিভ আছে, কয়টা জব এ্যাপ্রাই খালি আছে
- প্রোফাইল সম্পাদন স্ট্যাটাস
- ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
- আইডি ভেরিফাই লিংক
- টিম প্যানেল, কয়টা বায়ার আপনাকে হায়ার করেছে তার লিষ্ট
- পেমেন্ট প্যানেল, ওডেস্কে কয় ডলার আছে তার স্ট্যাটাস
- ওডেস্ক টিম সফটওযার ডাউনলোড লিংক
- একটা এ্যাপ্লাই করা জব চলে গেছে বা ইন্ডেড হয়েছে
- একটা নতুন জব স্টার্ট হয়েছে