3G বলতে third Generation কে বুঝায়।3G হচ্ছে তৃতীয়
প্রজন্মের ওয়ারলেস টেকনোলজি যা আপনাকে দেবে দ্রুতগতির ইন্টারনেট, মাল্টিমিডিয়া
সার্ভিসেস ও ভিডিও কল করার সুবিধা। সব
মিলিয়ে 3G আপনার
মোবাইল ইন্টারনেট এক্সপেরিয়েন্সকে কয়েক ধাপ বাড়িয়ে দিবে।
What
is deference between 3G & 2G?
3G থেকে 2G কি আলাদা? হ্যাঁ, এটি 2G প্রযুক্তি
থেকে আলাদা। সর্বাধুনিক
হাই স্পিড প্যাকেট
অ্যাকসেস
(HSPA) টেকনোলজির
উপর নির্ভর করে তৈরী হবে 3G
নেটওয়ার্ক। 3G
নেটওয়ার্ক
আপনাকে দেবে দ্রুতগতির ইন্টারনেট,
মাল্টিমিডিয়া
সার্ভিসেস ও ভিডিও কলসহ অনেক সুবিধা।
3G নেটওয়ার্ক সুবিধা?
ভিডিও কল কনফারেন্স করতে পারবো।
ভয়েস কোয়ালিটির মান অনেক ভাল পাব।
দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবো।
ছবি ডাউনলোড ও আপলোড
করে বন্ধদের সাথে অতি দ্রুত শেয়ার করতে পারবো।
মাল্টিমিডিয়া স্ট্রিমিং এবং
ডাউনলোড।
দ্রুত গতির মোবাইল ব্রডব্যান্ড।