ফ্রেন্ডস ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম



ক্যারিয়ার হিসেবে SEO

SEO কে ক্যারিয়ার হিসেবে নেয়া যায় কি?

বাংলাদেশের যারা আউটসোর্সিংয়ের কাজ করে ইনকাম করেন তাদের বেশির ভাগই SEO এর মাধ্যমে আয় করে থাকেনকারন SEO এর কাজ করতে কোন প্রোগ্রামিং ভাষা জানার তেমন প্রয়োজন পরে নাশুধুমাত্র ইন্টারনেটে সার্চ, কমেন্ট, লিংক দেয়া, বিভিন্ন সোশ্যাল মার্কেটিং সাইটে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়তবে ইংরেজীতে পারদর্শীতা সকল ক্ষেত্রে সহায়ক হবেকেননা অনেক সময় Article Writing বা Press Realise লিখতে হয় কমেন্টগুলোও ইংরেজীতে লেখতে হয়। তবে সবচেয়ে গুরুত্বূর্ণ যে কাজটি করতে হয় তা হল Keyword Resarch

SEO এর কাজ কোথায় কোথায় পাওয়া যায়ঃ

SEO কী? SEO ওয়েব সাইটের জন্য কেন গুরুত্বপূর্ণ




SEO শব্দটিকে ভাঙ্গলে পাওয়া যায় ‍S=Search, E=Engine, O=Optimization, অর্থা Search Engine Optimization. মানুষ প্রয়োজনের তাগিদে তাদের সকল তথ্য খোজার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। যেমন গুগল, ইয়াহু, বিং ইত্যাদি। যে শব্দ বা বাক্যটি লিখে সার্চ করা হয় তখন ওই রিলেটেড অনেকগুলো রেজাল্ট একসাথে পাওয়া যায়।  যে কোন তথ্য খুজে পেতে বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ গুগল ব্যবহার করে। এর কারণ স্বরুপ দেখা যায় গুগলের জনপ্রিয়তা ও এর সুবিধার জন্য। কোন শব্দ বা বাক্য লিখে সার্চ করলে অনেক ওয়েব সাইট সামনে আসে।
একটি সাইট বানালেই তা সবার সামনে আসবে? এর উত্তর না।

আউট সোর্সিং করতে হলে যা জানতে হবে



বলা হচ্ছে আগামীতে আউটসোর্সিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উতস, কর্মসংস্থানের সবচেয়ে বড় যায়গাতারপরও যারা একাজ করবেন তারা অনেকেই অন্ধকারে রয়ে গেছেনঅনেকেই জানেন না ঠিক কি করবেনকি যোগ্যতা প্রয়োজন হবে, কি কি যন্ত্রপাতি প্রয়োজন হবে, কি কাজ করতে হবে, কাজ কোথায় পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবেএই প্রশ্নগুলির উত্তর ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করা হচ্ছে এখানে প্রথমেই একটা কথা পরিস্কার করে নেয়া ভালবলা হচ্ছে কাজ করে অর্থ উপার্জনের বিষয়ে। 

What Is URL, IP Address?



যারা ইন্টারনেট ব্যবহার করি তারা url শব্দটির সাথে অধিক পরিচিত। url বলতে সাধারণত web browser এর এড্রেস বারে লেখা text কে বুঝায়। প্রতিটি ওয়েবসাইটের একটি URL থাকে৷আমরা অনেকেই এই url কি ও কিভাবে কাজ করে তা জানিনা বা জানার প্রয়োজন মনে করিনা। আমাদের আজকের আলোচনার বিষয় হল URL, IP Address, DNS।
URL শব্দটির পূর্ণরূপঃ Uniform Resource Locator .
সোজা কথায় URL একটি পোশাক যা কোন একটি নির্দিষ্ট ঠিকানা বহন করে। URL ওয়েব পেজকে বিভিন্ন network resource এর সাথে পরিচিত করায়

What is HTML ? ওয়েব ডিজাইন শিখার প্রথম ধাপ



HTML ট্যাগ কি?
www.fdnorg.blogspot.comHTML এ প্রোগ্রাম লেখার জন্য < > এবং </> দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body ইত্যাদি Keyword ব্যবহার করা হয় < > বা </> চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে একত্রে ট্যাগ বলা হয়যেমন <html> এবং </html> <body> হল body শুরু ট্যাগ এবং </ body> হল body শেষ ট্যাগ

What is 3G? ৩জি নেটওয়ার্ক কি? ৩জি এর সুবিধা ?

3G বলতে third Generation কে বুঝায়।3G হচ্ছে তৃতীয় প্রজন্মের ওয়ারলেস টেকনোলজি যা আপনাকে দেবে দ্রুতগতির ইন্টারনেট, মাল্টিমিডিয়া সার্ভিসেস ও ভিডিও কল করার সুবিধাসব মিলিয়ে 3G আপনার মোবাইল ইন্টারনেট এক্সপেরিয়েন্সকে কয়েক ধাপ বাড়িয়ে দিবে

কভার লেটার লেখার নিয়ম, কৌশল How to write a Cover Letter



কভার লেটার আউটসোর্সিং এর একটি গুরুত্বপূর্ণ কাজ। এর উপর নির্ভর নির্ভর করে কাজ পাওয়ার সম্ভাবনা। তাই প্রতিটি কভার লেটার হতে হয় ইউনিক। শুধু লেখলেই হবে তা নয়। এর জন্য কিছু কৌশলো জানতে হবে। অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটে যে বিষয়টি ম্যাসেজ নামে পরিচিত এখানে তাকে কভার লেটার বলা হয়ওডেস্কে জবে অ্যাপ্লাই করার সময় Employer বা বায়ারের নিকট যে ম্যাসেজ পাঠানো হয় তাকে কভার লেটার বলা হয়। 

Odesk Tutorial


ওডেস্ক কি?

ওডেস্ক হলো অনলাইনে আয় করার একটি প্লাটফর্ম বা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসআপনি এখানে বিভিন্ন কাজের জন্য এপ্লাই করে কাজ করতে পারেন

কাজের বিভাগ:

oDesk Readiness Test


সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভাল আছেন। যারা ওডেক্স এ নতুন তারা জানেন যে, ওডেক্স এ কিছু টেস্ট দিতে হয়। ওডেক্স কাজ করার জন্য ওডেক্স এর নিজস্ব একটি টেস্ট আছে যার নাম oDesk Readiness Test
আসুন আমরা জেনে নেই আসলে oDesk Readiness Test টেস্টটি কী?
আমরা যখন ওডেক্স এ কাজ করব তখন ওডেক্স এর কিছু নীতিমালা আমাদের অনুসরণ করতে হয়। 

Odesk এ কাজের ধরন

ওডেক্স এ প্রোফাইল 100% হলে আমরা কাজে বিড করতে পারি।
আজ আমাদের আলোচনার বিষয় হলো ওডেক্স এ কি ধরনের কাজ পাওয়া যায়। ওডেক্স এ মূলত 2 ধরনের কাজ পাওয়া যায়। (1) Fixed Price     (2) Hourly

একজন কন্ট্রাক্টর (যিনি কাজ করতে চান) তিনি যে কোনো কাজের জন্য আবেদন করতে পারবেনতবে পছন্দের কাজে 

MS EXCEL-2003


ওডেক্স সম্পর্কে আমরা সবাই জানি কিছু পরীক্ষা দিতে হয় তারপর ১০০% প্রফাইল হয় তারপর কাজের জন্য আবেদন করতে হয়। আমি নিচে নিচে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। উত্তর দেয়ার সময় আপনার কম্পিউটারে ব্রাউজার ওপেন করে ওডেক্স টেস্ট লিংক খুলে ফাইন্ড কমান্ড দিয়ে প্রশ্ন গুলো  বের  করুন এবং টিক চিহ্ন দিন।
 পারলে প্রশ্নগুলো একবার পড়ে নিন।

An Excel workbook saved in HTML format allows Internet or intranet users to have access to workbook data even if they do not have Excel installed
Ans: True